বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিভিন্ন রােগে আক্রান্ত রােগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 11, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড,থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের এককালিন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এসব চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় চেক বিতরণের আয়োজন করে। উপজেলার বিভিন্ন গ্রামের ৩৪ জন জটিল রোগীকে জন প্রতি ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সেই সাথে ২০ জন ভিক্ষুককে পূনর্বাসন করার জন্য জন প্রতি ৪৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আরশেদ আলী।