বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বৃদ্ধার বাড়িতে টাকা ও ভাতার কার্ড পৌছে দিলেন ইউএনও

By মেহেরপুর নিউজ

June 05, 2018

মেহেরপুর নিউজ, ০৫ জুন: মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়নে সুবিধা বঞ্চিতদের মাঝে নগদ টাকা ও বিভিন্ন ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার সময় কাথুলী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়। কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান রানা জানান, কাথুলী ইউনিয়নের ৫৫ জনের মাঝে বয়স্ক,২৭জন বিধাবা ও ১২ জন প্রতিবন্ধীর মাঝে কার্ড বিতরণ করা হয়। পরে শতবর্ষী বয়সী গাড়াবাড়িয়া গ্রামের মসলেম আলীর স্ত্রী সবুরুন নেছা ও নওয়াপাড়া গ্রামের ফকির মো: স্ত্রী আমেনা খাতুনের বাড়িতে গিয়ে নগদ ৪হাজার ৫শ’ টাকা ও বয়স্ক ভাতার কার্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিন্সুপদ পাল ও কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান রানা। এসময় গাংনী উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।