কৃষি সমাচার

গাংনীতে বৃষ্টির পানি জমে থাকায় কপি ক্ষেত নষ্ট হচ্ছে

By মেহেরপুর নিউজ

September 18, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে গত কয়েক দিনের ভারী বৃষ্টির পানি নিচু জমিতে জমে থাকায় কপি ক্ষেত ক্ষতি সাধিত হয়েছে। গাংনী উপজেলার সাহারবাটী,হাড়িয়াদহসহ বেশ কয়েকটি গ্রামের মাঠে বিশেষ করে কপি ক্ষেত নষ্ট হয়েছে। নিচু জমিতে পানি জমে থাকার কারণে কপিন পাতা পচে যাচ্ছে। এমনকি কপির শিকড় পচন ধরেছে।

কৃষকরা জানান,আগাম কপি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু বৃষ্টির পানি জমিতে জমে থাকায় এবং প্রচন্ড গরমে কপির পাতা শুকিয়ে যাচ্ছে। কিছু কিছু জমির ১০ ভাগ কপির পাতা শুকিয়ে গেছে। আবারাে যদি বৃষ্টি হয়,তাহলে বড় ধরণের লােকসান গুনতে হবে।