কৃষি সমাচার

গাংনীতে বেশি লাভের আশায় আগাম জাতের বাঁধা কপির চাষ

By মেহেরপুর নিউজ

August 19, 2021

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের চাষীরা বেশি লাভের আশায় আগাম বাঁধা কপির চাষ করেছেন। আগাম জাতের কপি বাজারে পিচ প্রতি ১শ টাকার বেশি মূল্য বিক্রি হয়ে থাকে। ইতো মধ্যে উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে ২৫০ হেক্টর জমিতে আগাম জাতের বাঁধা কপি চাষ করা হয়েছে।

গত বছরের লক্ষ্য মাত্রার চেয়েও এবার বেশি আগাম জাতের বাঁধা কপি চাষ হয়েছে। কৃষকরা বলছেন,আগাম জাতের বাঁধা কপি চাষ করতে এক বিঘা জমিতে সেচ,সার,শ্রমিক,বীজ,কীটনাশকসহ অন্যান্য খরচ বাবদ ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়ে থাকে। আবহাওয়া অনুকুলে থাকলে, এক বিঘা জমি থেকে ১ লক্ষ টাকার বাঁধা কপি বিক্রি করা সম্ভব।

গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহমেদ জানান,কৃষকদের আগাম জাতের বাঁধা কপি চাষ করতে পরামর্শ দেয়া হয়েছে। এবং কপির যত্ন নিতে প্রতিনিয়ত খোঁজখবর ও পরামর্শ দিয়ে আসছি। প্রতি বছর আগাম জাতের বাঁধা কপি চাষ করে এ এলাকার কৃষকরা লাভবান হয়ে থাকেন। এবার আবহওয়া বেশ অনুকুলে রয়েছে। আশা করি কৃষকরা ভালো লাভবান হবে।