বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বোমা বিষ্ফোরণে শিশু আহত

By মেহেরপুর নিউজ

April 05, 2018

মেহেরপুর নিউজ, ০৪ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে একটি বোমা বিষ্ফোরিত হয়ে সুমন হোসেন (১০) নামের এক শিশুর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাড়ির পাশের একটি বাগানে খেলতে গিয়ে বল ভেবে কুড়িয়ে নিয়ে বাড়িতে বিষ্ফোরণ ঘটে। আহত সুমন হোসেন ওই গ্রামের স্বামী পরিত্যক্তা জরিনা বেগমের ছেলে। আহত সুমন জানায়, ঘটনার সময় বাড়ির পাশের একটি বাগানের তাল গাছের নিচে লাল টেপ দিয়ে মোড়ানো গোলাকার টাইপের দুটি বোমা ছিল। টেনিস বল ভেবে বোমা দুটি প্যান্টের পকেটে নিয়ে সে বাড়ি ফিরে। বাড়িতে ফেরার পর টিউবয়েল থেকে পানি দিয়ে বল দুটি পরিস্কার করতে গেলে পিছলে পড়ে যায়। এসময় তার হাতে থাকা একটি বোমা বিকট শব্দে বিষ্ফোরিত হয়। বিষ্ফোরিত বোমার স্প্রিন্টারে তার ডান হাতের মাংশ উড়ে গেছে এবং শরিরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। জররুী বিভিাগের চিকিৎসক ডা. সুমাইয়া জানান, বোমার স্প্রিন্টারে তার ডান হাতের মাংস উড়ে গেছে। এছাড়া বাম হাতহ শরীরের বিভিন্ন অংশ ঝলছে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাকি বোমাটিসহ বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমা দুটি ওখানে রেখে গেছে সে ব্যাপারে জানার চেষ্টা চলছে।