স্বাস্থ্য

গাংনীতে ভিটামিন এ ক্যাপ্সুল ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

By মেহেরপুর নিউজ

March 31, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ:

জাতীয় ভিটমিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার বিধান চন্দ্র ঘোষ। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, গাংনী পৌরসভার প্যানেল মেয়র সামসুদ্দীন শেখ, পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রফিকুল ইসলাম ও স্যানিটেশন অফিসার মশিউর রহমান। ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, জুলফিকার আলী কানন, মাজেদুল হক মানিক প্রমুখ। উলে­খ্য আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিতব্য ভিটামিন এ ক্যাপ্সুল ক্যাম্পেইনে গাংনী উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি ৪ হাজার ২৩৩ জন শিশুকে নীল রং এর ভিটামিন এ ক্যাপ্সুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সি ১৮ হাজার ২৯৭ শিশুকে লাল রং এর ভিটামিন এ ক্যাপ্সুল খাওয়ানো হবে।