বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ভিটামিন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিতেত্ব অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলি, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী। এছাড়া বক্তব্য রাখেন,ইপিআই ম্যাডিকেল টেকনোলোজিষ্ট আব্দুর রশিদ। আগামী ২ জুন জাতীয় টিকা দিবস উপলক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে সরকারী কর্মকর্তাগণ, সাংবাদিক , এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।