বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু ।। ক্লিনিকের ডাক্তার, মালিকসহ ৪ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল

By মেহেরপুর নিউজ

August 16, 2013

এক্সক্লুসিভ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগষ্ট: ডাক্তারের ভুল চিকিৎসায় নুর নামের সাড়ে ৪ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু নুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের আবু জাফরের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিকের ৩ মালিকের নামে নিহত মেয়ের পিতা আবু জাফর  আজ রাত সাড়ে ১০ টার সময় গাংনী থানায় লিখিত এজাহার দাখিল করেছেন বলে জানা গেছে। আজ রাতের যেকোন সময় মামলাটি নথিভূক্ত করা হতে পারে বলে গাংনী থানা পুলিশ জানিয়েছে। নিহতের চাচা মাহফুজ হোসেন জানান,শিশু নুরের ডান হাতের বগলের নিচে একটি বড় ফোঁড়া হয়েছিল। আজ শুক্রবার দুপুরের দিকে বামন্দীর সততা ক্লিনিকে ভর্তি করা হয়। বেলা ২ টার দিকে ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক ফোঁড়াটি অপারেশন করেন। চিকিৎসক ফোঁড়াটি অপারেশন করার সময় একটি রগ কেটে ফেলেন। একারণে প্রচন্ড রক্তক্ষরনের ফলে অবস্থার অবনতি হলেও শিশু নুরকে ছেড়ে দেননি ক্লিনিক কতৃপক্ষ। অবশেষে রোগীর আত্মীয় স্বজন জোর করে  বিকাল ৫ টার দিকে মূমূর্ষ অবস্থায় নুরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার দিকে সে মারা যায়। সততা ক্লিনিকের মালিক কামাল হোসেন জানান,ফোঁড়া কাটার সময় ভুলবশতঃ  তার বগলের নিচের রগগুলি কেটে যায়। আমরা তার চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। কিন্তু পথের মধ্যেই তার মৃত্যু হয়েছে। এখানে আমাদের কোন হাত ছিলনা। গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদুল জানান, নিহত মেয়ের পিতা একটি  এজাহার দিয়েছেন। বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান,সততা নামের ক্লিনিকটিতে প্রতিনিয়ত ভুয়া ডাক্তার দিয়ে বিভিন্ন জটিল অপারেশন করে থাকে। সেখানে কোন প্যাথলজিষ্ট নেই ডিপ্লোমা কোর্সধারি কোন নার্স না থাকলেও ক্লিনিক খুলে সাধারণ মানুষের সাথে প্রতারনাসহ প্রাণহানীর মত ঘটনা ঘটাচ্ছে। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার আব্দুস সহিদ জানান, বগলের নিচে অগজিলিয়ারি ভেন নামের একটি গুরুত্বপূর্ণ শিরা রয়েছে। সেটা কেটে গেলে সাধারণত রক্ত ক্ষরণ বন্ধ হয়না। এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হলেও ছোট খাট ডাক্তাররা স্পর্শকাতর এসব অপারেশন করার সাহষ হয় কি করে ? সততা ক্লিনিকের সরকারী অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি জানান সততা ক্লিনিকের কোন অনুমোদন নেই।