বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ভূমি সেবা সপ্তাহ পালিত

By মেহেরপুর নিউজ

May 28, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। রবিবার বিকেলে এ উপলক্ষে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেই সাথে ভূমি সংক্রান্ত বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

ভূমি সেবা সপ্তাহর আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী,মেহেরপুর জেলা জাতীয় পার্টি (জাপা) এর সভাপতি আব্দুল হালিম। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,দলিল লেখক মােকাদ্দেস আলী প্রমুখ।

আয়ােজনের শুরুতে ভূমি সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে বিস্তারিত আলােচনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।