রাজনীতি

গাংনীতে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের আশংকায় ১৯ দলীয় জোটের সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

February 24, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৪ ফেব্রুয়ারি: ভোট কারচুপি ও কেন্দ্র দখলের আশংকায় সংবাদ সম্মেলন করেছে গাংনী উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটি। সোমবার সকাল ১০ টার সময় মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি অফিসে ১৯ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে নিখিত বক্তব্যর মাধ্যমে এ  আংশকার কথা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম, সাবেক আহবায়ক আবদুল্লাহ, উপজেলা বিএনপি সহসভাপতি জুলফিকার আলী ভুট্রো, ১৯ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থী মোরাদ আলী,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলা আরজুমান বানু, বিএনপি নেতা সামসুজ্জামান কালাম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদ আবদাল হকসহ উপজেরা বিএনপি’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য নির্বাচনপরিচালনা কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক জানান, গত ৫ জানুয়ারি এক ভোটারবিহীন, প্রার্বিহিীন প্রহসনের নির্চনের মাধ্যমে বিভিন্ন বাহিনীর সহায়তায় কোনো প্রকার সমর্ন ছাড়াই বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত। তিনি জানান, তথাকথিত এই নির্বাচনের পরপরই বিএনপি নেতৃত্বধীন ১৯দলকে অপ্রস্তুত করতে তড়িঘড়ি করে উপজেলা নির্বাচনের তফশিল ঘোষনা করে।তারপরও তার নির্বাচনে অংশ নিলেও তাদের নানা রকম হমকী ধামকীসহ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করে যাচ্ছে তাদের প্রশাসন দ্বারা। তিনি আরো অভিযোগ করে বলেন, আমাদের নেতাকর্মীদেরপ্রকাশ্যে হুমকি দেয়া হচ্ছে তারাযেন নির্বাচনী কাজ না করে। ভোটারদের হুমকী দেয়া হচ্ছে তারা যেন ভোট দিতে কেন্দ্রে না যায়। এর পরও বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে এবং গ্রেফতারের জন্য বাড়ি বাড়ি তল্লাশী চালানো হচ্ছে।তিনি বলেন,নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা হলেন: বিএনপি নেতারবিউল ইসলাম, মোস্তাক হোসেন, বাবর আলী, সেন্টু মিয়া, আসিকু ইসলাম, জাহাঙ্গীর আলম, জার্জিয়াস হোসেন। এসকল নেতাদের নি:শর্ত মুক্তিও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।