ব্যবসা ও বানিজ্য

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।। ৫৭ হাজার টাকা জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

May 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মে: মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন, রাস্তায় গাছ ফেলে রাখা, কাগজপত্র ছাড়াই মোটরসাইকেল চালানো ও প্রকাশ্যে ধূমপান করার দায়ে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করার অপরাধ সহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৭ হাজার একশ ৮০ টাকা জরিমানা আদায় করেছেন আদালত। আজ বৃহস্পতিবার গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুস সালাম এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুস সালাম জানান, মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে পীরতলা গ্রামের  কাফিরুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তায় কাঠ ফেলে রাখার অপরাধে মালসাদহ গ্রামের সাহাবুদ্দিন, জোড়পুকুরিয়া বাজারের আমিরুল ও তেরাইল বাজারের জামিরুলকে ছয় হাজার টাকা ও কাগজপত্রবিহীন ৬ জন মোটরসাইকেল মালিকের কাছ থেকে ১ হাজার ১’শ ৩০ টাকা আদায় করা হয়েছে। প্রকাশ্যে ধূমপানকারীকে ভ্রাম্যমাণ আদালত থেকে পালাতে সহায়তা করার অপরাধে তেরাইল বাজারের জামিরুল ইসলামের স-মিলের ম্যানেজার রুস্তম আলীর কাছ থেকে ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।