আইন-আদালত

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

August 22, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামে অবৈধ উপায়ে সার ও কীটনাশক গুদামজাত করার অপরাধে আকরাম হােসেন নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাদিয়াপাড়া গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী আকরাম হোসেনকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আাদালত পরিচালনা করেন,ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম,উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাড়িয়াপাড়া গ্রামের আকরাম হোসেন নিজ গ্রামে সার ও কীটনাশক ব্যবসা করে আসছিলেন। কোন লাইসেন্স ছাড়াই সার ও কীটনাশক বিক্রি ও গুদামজাত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আকরাম হোসেনের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

এসময় তার গোডাউনে অভিযান চালিয়ে সার ও কীটনাশক উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যবস্থাপনা আইনের ২০১৮ সালের ৮ধারা মোতাবেক ব্যবসায়ি আকরাম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।