গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে মাদক সেবনের দায়ে দুইজন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়নি। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিতরা হলেন- গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের বিমল রোজারিওর ছেলে রনি রোজারিও (৩৮) ও কেমান রোজারিওর ছেলে সাগর রোজারিও (৫৫)।
এদিন দুপুরেই দণ্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রনি রোজারি ও ও সাগর রোজারিও দুজনে চৌগাছা মাঠের একটি আম বাগানে বসে গাঁজা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল- মাহমুদের নেতৃত্বে একটিদল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, বিজ্ঞ আদালতে দুই মাদক সেবী তাদের দোষ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত রনি রোজারিওকে ১৫ দিন সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং সাগর রোজারীওকে ৭ দিন কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয় ।