ব্যবসা ও বানিজ্য

গাংনীতে ভ্রাম্যমান আদালতের অভিযান।। ১৮ টি মামলা সহ সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

October 31, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর: মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালত অভিযান  চালিয়ে হোটেল,হার্ডওয়্যার ও মটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ১৮ টি মামলা ও সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম গাংনী উপজেলার বামুন্দী বাজারে এ অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম মেহেরপুর নিউজকে জানান,অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও বিক্রি’র কারনে বামুন্দী বাজারের হানিফ হোটেলে আড়াই হাজার টাকা,জিয়ারুল মিষ্টান্ন ২ হাজার টাকা,এবং খোলামেলা জ্বালানী তেল বিক্রির অভিযোগে আছিয়া স্টোরে ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মটরসাইকলের বৈধ কাগজপত্র না থাকায় ১৫ টি সহ ১৮ টি মামলা  মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ২ টি মটরসাইকেল। এসময় র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা ছাড়াও ইউএনও অফিসের অফিস সহকারী মিজানুর রহমান ও হানাজালা উপস্থিত ছিলেন।