টপ নিউজ

গাংনীতে মহিলা ডিগ্রী কলেজের ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টায় যুবকের নামে মামলা

By মেহেরপুর নিউজ

February 11, 2020

গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টায় কলেজ কর্তৃপক্ষ সাজু আহম্মেদ নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।  সাজু আহম্মেদ গাংনী উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়ার মৃত মীর আব্দুল আজিজের ছেলে।

জানা যায় ,  গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রধান গেটের সামনে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে সাজু আহম্মেদ শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় ছাত্রী তার সহপাঠিদের সহযোগিতায় কলেজ  অধ্যক্ষ খোরশেদ আলীকে বিষয়টি  অবহিত করে। এসময় বখাটে সাজু আহম্মেদ পালিয়ে যায়। কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, গাংনী মহিলা ডিগ্রী কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করা হয়েছে। কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।