টপ নিউজ

গাংনীতে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে আহত-২

By মেহেরপুর নিউজ

February 10, 2020

গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে মাটি কাটাকে কেন্দ্র করে মা ও ছেলে খুরশিদ রেজাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহত খুরশিদ রেজা পলাশীপাড়া পূর্ব পাড়ার ছাদেক আলীর ছেলে। রোববার  জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ তৌফিকের আঘাতে মা-ছেলে আহত হয়েছে।

আহত খুরশিদ রেজা জানায় গতকার সকালে প্রতিপক্ষ তৌফিক আমাদের জমিতে মাটি কেটে গর্ত তৈরী করছিল এমন সময় তাকে বাধা দিলে সে রাগান্বিত হয়ে তার হাতে থাকা কোদাইল দিয়ে আমার মাথায় আঘাত করলে মাথায় বেশ খানেকটা কেটে যায়।

এ সময় আমার মা আমাকে ঠেকাতে আসলে তৌফিক আমার মাকেও পিটিয়ে ও কামড়ে দিয়ে আহত করে। এ বিষয়ে অভিযুক্ত তৌফিক জানায় আমি খুরশিদ রেজাদের জমিতে মাটি কাটি নাই।

আমি মাটি কেটেছি গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে মসলেম উদ্দিনের জমিতে। তবে মাটি কাটার সময় খুরশিদ রেজা ও তার মা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। উভয়ের মধ্যে বাকবিতন্ড ও ধাক্কা ধাক্কির এক পর্যায়ে হয়তো আমার হাতে থাকা কোদাইলে একটু লেগে যেতে পারে যা ছিল অনিচ্ছাকৃত। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।