বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মাদকসহ নারী আটক

By মেহেরপুর নিউজ

May 22, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ৫শ গ্রাম গাঁজাসহ মর্জিনা খাতুন ওরফে ময়না (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃত ময়না কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের বাদল মােল্লার স্ত্রী।

সােমবার সকালের দিকে গাংনী উপজেলার বামন্দী-বেতবাড়ীয়া সড়কের রামনগর বাজারের অদূর থেকে তাকে আটক করা হয়। স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটিদল গাঁজাসহ ময়নাকে আটক করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আব্দুর রাজ্জাক জানান, ময়না গাঁজা নিয়ে বেতবাড়ীয়া এলাকা থেকে বামন্দী শহরের দিকে যাচ্ছিল । তার কাছে মাদক রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ময়নাকে রামনগর বাজারের অদূরে গতিরােধ করা হয়। এসময় তার কাছ থেকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।