বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মাদকসহ যুবক আটক

By মেহেরপুর নিউজ

July 17, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ১শ গ্রাম গাঁজাসহ বিজন কর্মকার (২৪) নামের এক যুবক আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে গাংনী উপজেলার ষোলটাকা গ্রাম থেকে তাকে করে গাংনী থানা পুলিশ। আটককৃত বিজন ষোলটাকা গ্রামের রবি কর্মকারের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মাদক পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই মিলন কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় বাড়ির পাশের রাস্তায় গাঁজা নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল বিজন। পুলিশের অভিযান দলটি তাকে ১শ গ্রাম গাঁজাসসহ আটক করতে সক্ষম হয়। বিজনের নামের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।