গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর এলাকায় মােটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুল হক শাহিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহিন কাজীপুর গ্রামের গনি বিএসসি পাড়ার সাদিকুর রহমানের ছেলে। রবিবার বিকেলে কাজীপুর-বামন্দী সড়কের গােলাম বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যুবক শাহিন নিজ মােটরসাইকেলযােগে দ্রুতবেগে সাহেবনগর বাজার এলাকা থেকে কাজীপুর এলাকায় যাচ্ছিলেন। পথেমধ্যে কাজীপুর গােলাম বাজারের অদূরে পৌঁছালে,মােটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন।