বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মােনাজাতের আগেই আকাশ থেকে নামল বৃষ্টি

By মেহেরপুর নিউজ

June 09, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে গত কয়েক সপ্তাহ ধরে ভাপসা গরম ও বিদ্যুৎ এর লােডশেডিংয়ে কারণে যখন জনজীবন বিপর্যস্ত। এমনকি পানির অভাবে গাছ-গাছালি ও প্রাণীকূল যখন নাভিশ্বাস। আর আজ শুক্রবার জুম্মার নামাজের এক ঘণ্টা পর মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে রহমতের বৃষ্টি নামে।

বৃষ্টি পেতে কয়েকদিন ধরে উপজেলা বিভিন্ন গ্রামে নারী-পুরুষেরা গান গেছে আল্লাহর কাছে প্রার্থনায় ছিল মুগ্ন। কােন কােন এলাকার বৃষ্টি পেতে বিশেষ নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে। বৃষ্টি পেতে শুক্রবার জুম্মার নামাজ পর উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামের ছােট-বড় মানুষ মাঠে বিশেষ নামাজ আদায় করছিল। নামাজ শেষে মােনাজাতের আগেই আকাশ থেকে বৃষ্টি নামে। এসময় মুসল্লীরা পানিতে ভিজে মােনাজাত করে।