বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

By মেহেরপুর নিউজ

April 18, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে মাধ্যমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ এসব বিতরণ করা হয়।

শিক্ষা ব্যবস্থার আধুনীকরণ ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের হাতে েএসব ট্যাব তুলে দেয়া হয়। গাংনী উপজেলার ৬৫টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৩শ ৯০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভােকেট রাশেদুল হক জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার,উপজেলা পরিসংখ্যান (তদন্তকারি) কর্মকর্তা মনিরুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা।