শিক্ষা ও সংস্কৃতি

গাংনীতে মেসডা’র শিক্ষা উপকরণ বিতরণ

By মেহেরপুর নিউজ

September 23, 2015

মেহেরপুর নিউজ,২৩ সেপ্টেম্বর: মেহেরপুর ছাত্র উন্নয়ন সংস্থা (মেসডা’র) ৫০ টি কা‌জের অংশ হিসা‌বে  রাজশাহীর ইউনাই‌টেড ডায়াগ‌ন‌ষ্টিক সেন্টারের সহযোগীতায় প্র‌তি বছ‌রের ম‌তো এবারও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত শিক্ষা বিতরণ অনুষ্ঠানে মেসডার সংগঠক জাকিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি আকরাম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান

শিক্ষক হাসান আল নুরাণী। বক্তব্য রাখেন মেসডার সংগঠক মজনুর রশীদ, ফারূক হো‌সেন  সা‌হেব , মিজান ,ডা মাহফুজ, শেফালী সু‌মি । অনুষ্ঠানে গাংনী উপ‌জেলার ৯ ইউ‌নিয়নের ২০ জন মেধাবী শিক্ষার্থীদের দ্বাদশ ১ম বর্ষ এর এক সেট ক‌রে বই তু‌লে দেওয়া হয়।