টপ নিউজ

গাংনীতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

By মেহেরপুর নিউজ

February 10, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:

মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়ায় সড়ককে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

আহতরা হলোঃ জোড়পুকুরিয়া গ্রামের আঃ হান্নান মেম্বরের ছেলে রাজু (৩০), আতর আলীর ছেলে রাজ (১৭) ও রাহাত আলীর ছেলে ফিরোজ আহম্মেদ (১৭)।  সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গোরস্থান মাঠ এলাকায় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, রাজ ও ফিরোজ দুই বন্ধু তারা এবারের এসএসসি পরীক্ষার্থী। মোটর সাইকেল যোগে দুই বন্ধু সাহারবাটি ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনের কাগজ সংক্রান্ত কাজ শেষ করে বাড়ী ফিরছিল।  তারা জোড়পুকুরিয়া গ্রামের গোরস্থান মাঠ পাড়ায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আরেকটি মোটর সাইকেল চালক রাজু তাদের সামনে চলে আসে। এ সময় উভয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তবে রাজু’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।