বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে যুগিন্দা ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল একাদশের জয়

By Meherpur News

July 08, 2025

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা ফুটবল একাদশের আয়োজনে যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যুগিন্দা ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল ফুটবল একাদশ সাফল্যের সঙ্গে বিজয় অর্জন করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় চাঁদবিল একাদশ ৪-০ গোলের বড় ব্যবধানে বুড়িপোতা একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে সোহাগ ও সজীব দুটি করে গোল করেন। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সোহাগকে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত করা হয়।

খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি মিনারুল। স্থানীয় দর্শকদের উপস্থিতিতে খেলা প্রাণবন্ত হয়ে ওঠে এবং আয়োজকরা সফলভাবে টুর্নামেন্টটি পরিচালনা করেন।