বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে যুবক-যুবতীকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ

By মেহেরপুর নিউজ

September 13, 2017

মেহেরপুর নিউজ, ১৩ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে যুবক-যুবতীকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মাতবরদে বিরুদ্ধে। গতকাল বুধবার ভোরে যুবক-যুবতীকে একসঙ্গে পেয়ে এলাকাবাসি ও ইউসিদস্যসহ স্থানীয় মাতবররা আটক করে শিকল দিয়ে তাদের বেঁধে রাখে। স্থানীয় এক ব্যাক্তি ঘটনাটি মুঠোফোনে ভিডিও চিত্র ও স্থির টিত্র ধারণ করে। পরবর্তিতে সেগুলি প্রকাশ পেলে ঘটনাটি জানাজানি হয়। মুঠোফোনে ধারণকৃত স্থির চিত্রে দেখা যায়, যুবকটির কোমড়ে শিকল বেঁধে একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে বেধে রাখা হয়েছে। আর তার পাশে দাড়িয়ে আছে যুবতিটি। যুবতীকেও কোমরেও শিকল বেধে নসিমনের সাথে বাঁধা দেখতে পাওয়া যায়। তাদেরকে ঘিরে রেখেছে এলাকাবাসি। নির্যাতনের এক পর্যায়ে এলাকাবাসি পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেই। নির্যাতিত যুবতি সাংবাদিকদের জানান, রিপন হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। সেকারণে বুধববার ভোরে রিপন তার সাথে দেখা করতে এসেছিল। এসময় হঠাৎ এলাকার কিছু লোক তাদেরকে জোর করে ধরে নিয়ে আসে। যুবকটিকে শিকল দিয়ে বেধে রাখে। জানতে চাইলে রিপন হোসেন বলেন, তাদেরকে পরিকল্পিতভাবে আটক করে নির্যাতন করা হয়েছে। যাতে করে সমাজে তাদেরকে হেও প্রতিপন্ন করা যায়। তিনি এ নির্যাতনের বিচার দাবি করেন। ইউপি সদস্য আজিজুল ইসলামের কাছে নির্যাতনে ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, মঙ্গলবার দিবাগত যুবতির বাড়ির পাশে একটি বাগানে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকাবস্থায় তাদের দুজনকে আটক করা হয়। যুবকটি পালিয়ে যাবে এজন্য স্থানীয়দের সহায়তায় তাদের দুজনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আইনের হাতে তুলে না দিয়ে শিকলে বেঁধে নির্যাতন করলেন কেন এ প্রশ্নের কোন জবাব তিনি দিতে পারেননি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, যুবক-যুবতীকে থানায় আনা হয়েছে। নির্যাতনে বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।