বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 14, 2023

গাংনী প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করণে আগামী ১৭ জুলাই মেহেরপুরে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গাংনী উপজেলা যুবলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান।

এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মজিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, কেসমত আলী,মতিয়ার রহমান,শফিকুল ইসলাম, আশিকুর রহমান আকাশ প্রমুখ।