গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে ৫কেজি ৫০ গ্রাম গাঁজাসহ আলফাজ উদ্দীন (৫৩) নামের একজন আটক করা হয়েছে। আটককৃত আলফাজ গাংনীর উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এসময় কাছে থাকা ৩০ হাজার টাকা,১টি মােবাইলফােন ও ১টি বাইসাইকেল জব্দ করা হয়।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর উপজেলার জােড়পুকুরিয়া গ্রাম সংলগ্ন চােখতােলা নামক স্থান থেকে আলফাজকে আটক করা হয়। গাংনী র্যাব ক্যাম্পের কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান,মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে আলফাজ উদ্দীন মাদক পাঁচার করছিলেন।
গােপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটিদল সন্দেহ জনক ভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার কাছ থেকে ৫কেজি,৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩০ হাজার টাকা,১টি বাইসাইকেল ও ১টি মােবাইলফােন জব্দ করা হয়। আটককৃতকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।