বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ ১ জন আটক

By মেহেরপুর নিউজ

August 02, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ পলাশ আহম্মেদ (২৯) নামের এক জনকে আটক করা হয়েছে । আটককৃত পলাশ গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের মিনাজ আলীর ছেলে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে র‌্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা হাড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। গাংনী র‌্যাব ক্যাম্প সূত্র জানায়, হাড়াভাঙ্গা গ্রামে ফেনসিডিল কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী র‌্যাব ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটিদল সেখানে অভিযানে পরিচালনা করে।

এসময় পলাশ আহম্মেদ নামের একজনকে ১৫ বোতল ফেনসিডিলসহ হাতে-নাতে আটক করা হয়। এ ছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইলফোন জব্দ করা হয়েছে। র‌্যাব ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, আটককৃত পলাশকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে এঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।