বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে র‌্যাবের অভিযানে ৫০ বােতল ফেনসিডিলসহ ২জন আটক

By মেহেরপুর নিউজ

August 05, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে ২জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫০ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয় । সেই সাথে মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মােটরসাইকেল ও তাদের কাছে থাকা ১হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত শামসুদ্দীন বিশ্বাসের ছেলে শরিফুল বিশ্বাস (৩৬) ও একই গ্রামের হেলাল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস (২৫)।

শনিবার দুপুর ১২ টার দিকে র‌্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের চার রাস্তার মােড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে শরিফুল ও সবুজকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন র‌্যাব-১২ (গাংনী) ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান।

ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান,রামদেব গ্রামের চার রাস্তার মােড়ে মাদক পাঁচার হচ্ছে, এমন গােপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি মােটরসাইকেলে করে দুইজন ব্যক্তি ফেনসিডিল নিয়ে পালাচ্ছিল। এসময় তাদের আটক করা হয়। সেই তাদের মােটরসাইকেলের উপর রাখা বস্তা তল্লাশি করে ৫০ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে মােটরসাইকেল ও ১ হাজার টাকা জব্দ করা হয়।