বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে র‌্যাবের উপর হামলা মামলার আসামি গ্রেফতার

By মেহেরপুর নিউজ

June 10, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় এক র‌্যাব সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনার মামলার ৪নং আসামীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ও মেহেরপুরের গাংনী ক্যাম্পের যৌথ অভিযানে ভুট্টাে মন্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই আসামীর নাম মুন্টু ওরফে ভূট্টাে মন্ডল (৩২)। সে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের আমিন মন্ডলের ছেলে। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।