বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শীতের পোশাক কিনতে খোলা মার্কেটে ক্রেতাদের ভীড়

By মেহেরপুর নিউজ

December 23, 2023

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে চলছে শৈত্যপ্রবাহ। যার ফলে বেড়েছে শীতের তীব্রতা। আর এ শীত থেকে একটু স্বস্তি পেতে ক্রেতারা পোশাক কিনতে নতুন পোশাকের মার্কেটের পাশাপাশি খোলা মার্কেটে পুরােনাে পােশাক কিনতে ভীড় জমাচ্ছেন। খোলা মার্কেটে পোশাক কিনতে আসা অধিকাংশই নিম্নবিত্তের মানুষ। তবে মধ্যবিত্তরাও কিনছেন এসব পোশাক ।

গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায়,বামন্দী শহরে বসেছে স্বল্প মূল্যের পোশাকের সমাহার। তবে গত বছরের চেয়ে এবার চড়া দাম হওয়ায় শীতবস্ত্র কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

গাংনী উপজেলা শহরের বাস্ট্যান্ড এলাকার খোলা মার্কেটে পোশাক কিনতে আসা জেসমিন খাতুন জানান,গত শীতে যে পোশাকটি ২০০ টাকা থেকে ৩০০ টাকা দিয়ে কিনেছি। এবার শীতের সেই ধরণের পোশাক দ্বিগুন মূল্য দিয়ে কিনতে হচ্ছে। পোশাক কিনতে আসা সজিব হোসেন জানান,এবার শীত পড়তে শুরু করার সাথে সাথে ক্রেতা যেমন বাড়ছে। তাই ক্রেতার সংখ্যা বাড়ার কারণে ব্যবসায়ীরা পোশাকের দাম বাড়াচ্ছেন।

বিক্রেতারা জানান, পুরাতন কাপড়ের মধ্যে জ্যাকেট, সোয়েটার, চাঁদর, লং কোর্ট, মাফলার, হাত মোজা ও পা মোজা বিক্রি করেন তারা। কম মূল্যের নতুন কাপড়ও বিক্রি করেন কেউ কেউ। এ বছর শীত পড়ার সঙ্গে সঙ্গেই ক্রেতাদের ভীড় বাড়ছে। এখানে কৃষি দিনমজুর, শ্রমিক, নির্মাণ শ্রমিক, রিকশা-ভ্যান চালকরাই বেশি আসেন। এছাড়াও মধ্যবিত্তরা ও নিম্ন মধ্যবিত্তরাও আসেন।

খোলা মার্কেটের পোশাক বিক্রেতা সেলিম হোসেন জানান, গতবারের চেয়ে মোকাম থেকে আমাদের চড়া দামে পোশাক কিনতে হচ্ছে। সেজন্য আমরাও সীমিত লাভে পোশাক বিক্রি করছি।