বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

August 05, 2023

 গাংনী প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযােদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল গাংনী উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ কামালের জীবনী নিয়ে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযােগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বৃক্ষ রােপণ করা হয়। গাংনী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।

অনুষ্ঠিত আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। এসময় বক্তব্য রাখেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।