আইন-আদালত

গাংনীতে শ্যামলী কাউন্টার মালিককে ১০ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

June 13, 2019

গাংনী অফিস, ১৩ জুন: অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে শ্যামলী পরিবহনের কাউন্টার মালিক আশরাফুল ইসলামের কাছে থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিষ্ণু পদ পাল এ অভিযান পরিচালনা করেন। গাংনী থেকে ঢাকাগামী এক যাত্রীর অভিযোগ ও প্রমাণপত্র সাপেক্ষে এই জরিমানা আদায় করা হয়।

গাংনী উপজেলা শহরের শ্যামলী কাউন্টারের মালিক আশরাফুল ইসলাম জরিমানা পরিশোধ করেন এবং পুনরায় এ অপরাধ না করার মুচলেকা প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল বলেন, গাংনী থেকে রাজধানী ঢাকা পর্যন্ত নির্ধারিত ভাড়া ৫৫০ টাকা। ঈদ যাত্রায় যাত্রীর চাপ কাজে লাগিয়ে ৮০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছেন কাউন্টার মালিকরা। এমন অভিযোগ রয়েছে বেশ কয়েকটি বাসের কাউন্টার মালিকের বিরুদ্ধে।

শ্যামলী পরিবহন কাউন্টার থেকে একজন ছাত্র গাংনী থেকে ঢাকা গামী টিকিট করেছিলেন তার কাছ থেকে ৮০০ টাকা ভাড়া নেওয়া হয়। ওই ছাত্র টিকিটসহ অভিযোগ করলে তার সত্যতা পাওয়া যায় ।

ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী শ্যামলী পরিবহন গাংনী কাউন্টার মালিক আশরাফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সে জরিমানা পরিশোধ করে পরবার্তিতে অতিরিক্ত ভাড়া না নেওয়ার মুচলেকা প্রদান করেন।