শিক্ষা ও সংস্কৃতি

গাংনীতে শ্যামল কান্তি ভক্ত উপর নির্যাতনের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

May 24, 2016

মেহেরপুর নিউজ, ২৪ মে: নারায়নগঞ্জের আলোচিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন ও লাঞ্চিত করার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে মেহেরপুরের গাংনীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের যৌথ উদ্যোগে গাংনী প্রেস ক্লাবের সামনের সড়কে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। গাংনী মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ  ওউপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ আলীর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তারা, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লালু প্রমুখ। মানববন্ধনে উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুলের শতাধিক শিক্ষক অংশ নেন।