গাংনী প্রতিনিধি :
শ্রমভাতা বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলায় বিএডিসির আওতাভূক্ত পাট বীজ খামারের শ্রমিকরা মানববন্ধন,র্যালি ও অনশন করেছেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চিৎলা পাট বীজ খামারে মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, শ্রমিক নেতা আব্দুস সাত্তার প্রমুখ।
বক্তরা বলেন,খাদ্যদ্রব্যের মূল্য দিনদিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে করে আমাদের মতাে নিম্ন আয়ের মানুষের বেঁচে থাকাটাই বড় কষ্টের। তাই সরকারের কাছে অনুরােধ শ্রমিকদের প্রতিদিনের পারিশ্রমিক ১হাজার টাকা করতে হবে। সেই সাথে বছরে দুইটি উৎসব ভাতাসহ ১৩ দফা দাবি মেনে নিতে হবে। যদি এ দাবি মেনে না নেয়া হয়। তাহলে,আগামীতে লাগাতার কর্মসূচি দেয়া হবে।