রাজনীতি

গাংনীতে সংবাদ সম্মেলনে মনোনয়ন বানিজ্যের অভিযোগ

By মেহেরপুর নিউজ

November 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ নভেম্বর:

মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে তৃণমূল নেতাকর্মীদের ভোট বর্জন করেছেন গাংনী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী এবং গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম। তারা দুজনই আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী প্রত্যাশায় হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

রোববার বিকেলে গাংনী পৌরসভা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে মনোনয়ন ভোট বর্জনের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে বর্তমান মেয়র আহম্মেদ আলীর অভিযোগ করে বলেন, ৫০ লাখ টাকা দিলেই পৌর নির্বাচনের মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়া হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা এমন প্রস্তাব তাকে দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন। এ ছাড়াও ষড়যন্ত্রের ভোটের মাধ্যমে বিএনপি-জামায়াতের পছন্দের ব্যক্তিকে মেয়র পদে প্রার্থী মনোনীত করা হবে- সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ক্ষতাসীন দলের দুই নেতা আহম্মেদ আলী ও মজিরুল ইসলাম। তারা বিষয়টি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণও করেন। এদিকে সংবাদ সম্মেলনের অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কমিটি গঠনের ষড়যন্ত্র যদি করেই থাকি তাহলে আহম্মেদ আলী ও মজিরুল ইসলাম দলীয় মনোনয়নপত্র কেন গ্রহণ করেছেন?