বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সড়ক দু-র্ঘ-ট-না-য় নি-হ-ত-১ আ-হ-ত-২

By Meherpur News

May 06, 2025

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে মােটরসাইকেল দুর্ঘটনায় সােহাগ আলী (৪২) নামের একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরোও ২জন। নিহত সােহাগ জেলার গাংনী উপজেলার হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে। আহতরা হলেন-একই উপজেলার কাজীপুর গ্রামের আলী হােসেনের ছেলে তারিক হােসেন (৩৫) ও তেঁতুলবাড়ীয়া গ্রামের রেজাউল হকের ছেলে আমজাদ হােসেন (৩০)।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর ওলিনগর নামক স্থানে দু’টি মােটরসাইকেলের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে আমজাদ একটি মােটরসাইকেলযােগে বামন্দী বাজারের দিক থেকে গাংনী শহরের দিকে আসছিলেন। পথেমধ্যে তেরাইল ব্রিজের অদূরে ওলিনগর নামক স্থানে পৌঁছালে, একই দিকে আসা সােহাগ ও তারিক অপর একটি মােটরসাইকেলযােগে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে আমজাদ এর মােটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় দুটি মােটরসাইকেলের ৩জন গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

এসময় সােহাগ ও তারিক এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক সােহাগকে মৃত ঘােষণা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল হতাহতের বিষয় নিশ্চিত করেছেন।