কৃষি সমাচার

গাংনীতে সনাতন পদ্ধতিতে পাট জাগ ।। হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

By মেহেরপুর নিউজ

August 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ আগষ্ট: মেহেরপুরের গাংনীতে খাল-বিলসহ বিভিন্ন জলাশয়ে সনাতন পদ্ধতিতে পাটজাগ দেয়ায় পানি পঁচে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন পানি পঁচে পরিবেশ দুষিত হচ্ছে, তেমনি বিভিন্ন প্রজাতির দেশী মাছেরও নিধন ঘটছে। পানিবাহিত নানারোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। কৃষকদের অসচেতনতার কারণে এমনটি ঘটলেও পাট পঁচানোর রিবন রেটিং পদ্ধতি ব্যবহারে উৎসাহি করতে কৃষি বিভাগের তেমন কোন পদক্ষেপ লক্ষ্য করা যায় নি। ফলে শত বছরের সেই সনাতন পদ্ধতিতেই পাটজাগ দিয়ে আসছেন কৃষকরা। নিয়মানুযায়ি জমি থেকে পাট গাছ কাটার পর তা সরাসরি পানিতে জাগ দেয়ার পরিবর্তে মেশিনের মাধ্যমে কাঁচা পাটগাছ থেকে আঁশ ছড়িয়ে তা গাঁট বেঁধে মাটিতে গর্ত করে সেগুলো রেখে কিছুটা পানি ও ইউরিয়া প্রয়োগ করে পলিথিন দিয়ে ঢেকে দিতে হয়। এভাবে কিছুদিন পর পাটের আঁশ পঁচে যাওয়ার তা ধুয়ে শুকাতে হয়। তবে কৃষকরা বলছেন তারা এ পদ্ধতি সম্পর্কে কিছুই জানেন না। অধিকাংশ ক্ষেত্রেই ইউনিয়ন পর্যাযে কৃষি বিভাগের নিয়োগকৃত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ রিবন রেটিং পদ্ধতি সম্পর্কে কৃষকদেরকে কিছুই  জানাননি। সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা এলাকা ঘুরে সনাতন পদ্ধতিতে পাটজাগ দিতে দেখা গেছে। কাজলা, ছেউটিয়া ও মাথাভাঙ্গা নদী ছাড়াও পুকুর ও ডোবাতে পাটজাগ দেয়া হচ্ছে। পাট চাষি গাংনী উপজেলার কুঞ্জনগরের আব্দুস সালাম জানান, রিবন রেটিং পদ্ধতি সম্পর্কে এ গ্রামের চাষিরা জানেন না। পাট পঁচানোর বিকল্প কোন ব্যবস্থা না থাকায় পরিবেশ দূষন জেনেও এক রকম বাধ্য হয়েই তারা খালে বিলে পুকুরে পাট জাগ দিচ্ছেন। শিমূলতলা গ্রামের আব্দুর রাজ্জাক জানান, তিনি এবার ৮ বিঘা জমিতে পাট চাষ করেছেন। রিবন রেটিং পদ্ধতি কি তা তিনি জানেন না। কোন উপ সহকারী কৃষি কর্মকর্তাও আসেন নি এ পদ্ধতিতে পাট জাগ দেয়ার কথা কলতে। তাই পুকুরের মাছ চাষ বন্ধ করে পাট জাগ দিচ্ছেন। একই কথা জানালেন কামারখালী গ্রামের সিদ্দিক ও কামরুল ইসলাম। ষোলটাকা গ্রামের মাছ চাষি ময়নাল মেম্বর ও আস্তাইন জানান, বিভিন্ন জলাশয়ে পাট জাগ দেয়ায় পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি দেশী প্রজাতির মাছ ধংশ হচ্ছে। আবার অনেকেই পুকুরে মাছ চাষ বন্ধ করে পাট জাগ দিচ্ছে। ফলে মাছের আকাল দেখা দিতে পারে। একই কথা জানালেন জোড়পুকুর গ্রামের মাছ চাষি আবু সুফিয়ান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজা জানান, পাট পচানো পানিতে কাজ করা ছাড়াও ওই পানি ব্যবহার করায় মানব দেহে নানা রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে চুলকানি খোস পঁচড়া, সর্দি কাশিসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল হক জানান, নদী ও খাল বিলে পাট জাগ দেয়া কৃষকদের দীর্ঘদিনের একটি অভ্যাস। কিন্তু এটি পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে রিবন রেটিং পদ্ধতির ব্যাপারে সচেতন করা হচ্ছে। নতুন পদ্ধতিতে কৃষকদের অভ্যাস’ হতে একটু সময় লাগবে।