অন্যান্য

গাংনীতে সন্ধ্যা রাতে ডাকাতদলের হানা ।। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

By মেহেরপুর নিউজ

December 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে সন্ধ্যা রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।  গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ১০ হাজার টাকা স্বর্ণালংকার ও মোবাইল সেট নিয়ে গেছে। আজ রবিবার আনুমানিক রাত ৮ টার দিকে মহাম্মদপুর গ্রামের শান্তিপাড়া এলাকার কৃষক মহিবুল ইসলামের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। গৃহকর্তা মহিবুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে ১০-১২ জন শসস্ত্র ডাকাত দল বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, কানের দুল ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এসময় আমার মা জাহানারা খাতুন (৫০) ডাকাতদলকে বাঁধা দিতে গেলে তাকে বেদম মারপিট করে ডাকাতদলরা। আহত জাহানারা খাতুনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। গৃহকর্তা মহিবুর রহমান অভিযোগ করে বলেন, বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে ডাকাতদল বাড়ির ভিতর প্রবেশ করেছে। আবার ডাকাতি করে তারা বেরিেেয় যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ আসে। স্থানীয়রা অভিযোগ করে জানান, সাম্প্রতিক সময়ে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ডাকাতি, বিভিন্ন এলাকায় মটরসাইকেল, স্যালোইঞ্জিন চালিত আলগামন  ছিনতাই, ইটভাটায় চিঠি দিয়ে চাঁদাবাজি ও চাঁদার দাবীতে বোমা হামলা ও বোমা রেখে যাওয়া বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে আইন শৃংখলার অবনতি ঘটতে শুরু করেছে। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, ডাকাতির খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একটি টীম ঘটনাস্থলে গেছেন। তবে, আইন শৃংখলার অবনতির বিষয়টি তিনি অস্বীকার করেছেন।