বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতা শিপুর নেতৃত্বে মােটরসাইকেল শােডাউন

By মেহেরপুর নিউজ

August 03, 2023

গাংনী প্রতিনিধি :

দেশব্যাপী জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মােটরসাইকেল শােডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে গাংনী উপজেলা শহরের বিভিন্ন সড়কে মােটরসাইকেল শােডাউন করা হয়।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপুর নেতৃত্বে শােডাউন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার,শ্রমিক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শুরুতে গাংনী পৌর এলাকার বিভিন্ন সড়কে মােটরসাইকেল শােডাউন করা হয়। পরে গাংনী বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।