বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতা শিপুর নেতৃত্বে বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 02, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপুর নেতৃত্বে বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষােভ মিছিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে গাংনী বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর। সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল-এর সঞ্চালনায়-সমাবেশে বক্তব্য রাখেন গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, গাংনী উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মনিরুল ইসলাম মনি, যুগ্ম আহবায়ক আবুল বাসার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মাজেদুল ইসলাম রিমন, সাবেক ছাত্রলীগ নেতা তানভিরুল ইসলাম উজ্জলসহ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন,জননেত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আর দেশবিরােধী পাকিস্তানীদের দােসর বিএনপি ও জামায়াত দেশকে সহিংসতার দিকে ঠেলে দিতে, বিদেশীদের সাথে ধরনা দিচ্ছে। আমরা শেখ হাসিনার সৈনিক। আমরা তা প্রতিহত করবাে।