বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে “সুজন” এর উদ্যােগে মানববন্ধন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 05, 2023

 গাংনী প্রতিনিধি :

রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝােতার আহবানে মেহেরপুরের গাংনীতে সুশাসনের জন্য নাগরিক “সুজন” এর উদ্যােগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা “সুজন” এর সাধারণ সম্পাদক ও লুৎফুন্নেছা (গােপালনগর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন।

এসময় বক্তব্য রাখেন “সুজন ” এর গাংনী উপজেলা শাখার সভাপতি ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারি অধ্যাপক আব্দুর রশীদ,উপজেলা সুজন এর সাধারণ সস্পাদক এবং করমদী কলেজের প্রভাষক আবু সায়েম পল্টু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল মাবুদ, রাজনৈতিক বিশ্লেষক রফিকুল ইসলাম পথিক, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন প্রমুখ। আয়ােজনটি সঞ্চালনা করেন-গাংনী উপজেলা “সুজন”এর অন্যতম সদস্য ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন , কােন হানাহানি না করে রাজনৈতিকদলগুলােকে সমঝােতার মাধ্যমে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।