শিক্ষা ও সংস্কৃতি

গাংনীতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

March 02, 2015

মেহেরপুর নিউজ,০২ মার্চ: মেহেরপুরের গাংনীতে সৃজনশীল মেধা অরন্বণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন বিজয়ী ছাত্রছাত্রীর মাঝে সনদপত্র ও পুরস্কারের নগদ অর্থ বিতরণ করেন। এসময় সহকারী কমিশনার (ভুমি) রাহাত মান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, গাংনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু,ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমানুল ইসলাম,সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়ীরা হলেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আয়নাতুল মার্জিয়া (ভাষা ও সাহিত্য),(বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ) ও গণিত ও কম্পিউটার বিভাগে একাই তিনটি পুরস্কার লাভ করেন। এছাড়া এ বিভাগ থেকে সন্ধানী স্কুল এন্ড কলেজের ছাত্র তৌহিদুল আকবর (দৈনন্দিন বিজ্ঞান)। নবম থেকে দশম শ্রেণীর বিজয়ীরা হলেন,ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আবু সাইদ (ভাষা ও সাহিত্য),গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জারিন তাসনিম (দৈনন্দিন বিজ্ঞান),সন্ধানী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র সায়ীদ আল মাহমুদ(নয়ন) (বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ), গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রোকেয়া খাতুন (গণিত ও কম্পিউটার)। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর বিজয়ীরা হলেন, সন্ধানী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রওনাক জাহান রাখি মনি (ভাষা ও সাহিত্য), সন্ধানী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রোকনুজ্জামান শাকিল (দৈনন্দিন বিজ্ঞান), গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী চম্পা খাতুন (বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ) ও সামিয়া সুলতানা গাংনী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী (গণিত ও কম্পিউটার)।