টপ নিউজ

গাংনীতে স্কুল ছাত্রীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন আহত 

By মেহেরপুর নিউজ

March 30, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের স্কুল ছাত্রীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে সৃষ্ঠ সংঘর্ষ উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, আজিজার রহমান বিশ্বাসের ছেলে সানোয়ার হোসেন (৩৫), আনারুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন (৪৫) অপরপক্ষের ফজলুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও মুন্নাফ আলীর ছেলে রাজা হোসেন (৩৭) গাংনী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদের মধ্যে শরিফুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম। রোববার দিবাগত রাত ৯ টার দিকে সংঘর্ষর এ ঘটনা ঘটে।

স্কুল ছাত্রী পিতা ফজলুল হক জানান, বাথানপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে ইজিবাইক চালক জাকিরুল ইসলাম আমার মেয়ে স্কুল পড়ুয়া ছাত্রীকে প্রতিদিন পথের মধ্যে উত্ত্যেক্তা করে। প্রতিদিনই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জাকিরুলের পিতা মাতাকে জানালে তারা ক্ষিপ্ত আমাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

এদিকে জাকিরুল ইসলাম জানায়, ওই মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। আজকে ওর দাদী আমাকে ডেকে নিয়ে মারধর শুরু করে। আমার বাবাসহ পরিবারের লোকজন আমাকে উদ্ধার করতে গেলে তারা হামলা চালিয়ে দুজনকে আহত করে। এঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গাংনী থানায় একটি এজাহার দায়ের করেছেন।

গাংনী হাসপাতালের জরুরী বিভাগে দায়ীত্বরত চিকিৎসক হামিদুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকীরা এখানেই চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশংকামুক্ত।