রাজনীতি

গাংনীতে স্বামী থাকলেন, স্ত্রীর প্রত্যাহার ।। দু’মেয়রসহ ৪ জনের প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

December 13, 2015

মেহেরপুর নিউজ,১৩ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম( আশরাফ ভেন্ডার) নির্বাচনী মাঠে থেকে গেলেন। তবে তার স্ত্রী (ডামি হিসেবে রাখা) উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী শাহানা ইসলাম প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত (বিকাল ৫টা) সহকারী রিটার্নিং অফিসারের নিকট তারা প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন। এছাড়াও বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, ৩ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী শরিফুল ইসলাম এবং ৪ নং ওয়ার্ডের মহিবুল ইসলাম প্রার্থীতা প্রত্যাহার করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, রবিবার বিকাল ৫টা পর্যন্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, শাহানা ইসলাম, ৩ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী শরিফুল ইসলাম এবং ৪ নং ওয়ার্ডের মহিবুল ইসলাম প্রার্থীতা প্রত্যাহার করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন।