বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ।। আহত ১ ।। ঘাতক পাওয়ার ট্রলিতে আগুন

By মেহেরপুর নিউজ

August 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগষ্ট: মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় স্যালোচালিত ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।নিহত ইমন গাংনী উপজেলা শহরের এসএম প্লাজার মালিক ও ব্যবসায়ী রবিউল ইসলাম রবি’র ছেলে। আহত হয়েছে ইমনের বন্ধু গাংনী বাজারপাড়ার সিদ্দীক আলীর ছেলে আনোয়ার হোসেন । এদিকে দূর্ঘটনা কবলিত ট্রলিতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গাংনী থানার ওসি মাছুদুল আলম সড়ক দূর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শিরা জানান, আজ মঙ্গলবার রাত ৮ টার সময় গাংনী থেকে ছেড়ে যাওয়া গরু টানা ট্রলিটি মেহেরপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে নিহত ইমন ও তার অপর বন্ধু গাংনী বাজারপাড়ার সিদ্দীক আলীর ছেলে আনোয়ার হোসেন মেহেরপুর থেকে মোটরসাইকেল চড়ে বাড়ি ফিরছিলেন। তারা উভয়ে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নামক স্থানে পৌছানোর সাথে সাথে সামনে থেকে আসা আলোবিহীন ট্রলির সাথে মোটরসাইকেলের মুখো মুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহত ইমন ও আনোয়ার হোসেনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। ইমনের অবস্থা আশংকাজনক হওয়ায়তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করলে  চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে ইমন মারা যায়।