রাজনীতি

গাংনীতে সড়ক দূর্ঘটনায় যুগিন্দা গ্রাম আওয়ামীলীগের সভাপতি সাকিরুল নিহত

By মেহেরপুর নিউজ

February 11, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ফেব্রুয়ারী: মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা সড়কে ইট বোঝায় ট্রলির সাথে মাটি বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা গেছে যুগিন্দা গ্রাম আওয়ামীলীগের সভাপতি সাকিরুল ইসলাম (৫০)।নিহত সাকিরুল ইসলাম জুগিন্দা গ্রামের মৃত মকরেম শেখের  ছেলে। আজ সোমবার সকাল ১১ টার দিকে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে জুগিন্দা-আমঝুপি সড়কের আযান মোড় নামক স্থানে। গাংনী থানার উপ-পুলিশ পরিদর্শক পাইক মোহাম্মদ দেলওয়ার হোসেন জানান,ইটবোঝায় ট্রলির উপর বসে নিহত সাকিরুল ইসলাম যুগিন্দা যাচ্ছিলেন। আযান মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টরের সাথে মুখো মুখি ধাক্কা লাগলে নিচে পড়ে যায় সাকিরুল। ঘটনাস্থলেই সে মারা যায়। গাংনী থানা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন জানান,নিহত সাকিরুল ইসলাম যুগিন্দা গ্রাম আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তার অকাল মৃত্যুতে গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,সাবেক এমপি মকবুল হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক   শফি কামাল পলাশ শোক প্রকাশ করেছেন।