শিক্ষা ও সংস্কৃতি

গাংনীতে সড়ক দূর্ঘটনায় ১৮ জেএসসি পরীক্ষার্থী আহত

By মেহেরপুর নিউজ

November 16, 2015

মেহেরপুর নিউজ,১৬ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার মালসাদহ গ্রামে দুটি শ্যালো ইঞ্জিন চালিত যান (নছিমনের) মুখোমুখি সংঘর্ষে ১৫ জন জেএসসি পরিক্ষার্থী আহত হয়েছে। আহতরা সকলেই গাংনী উপজেলার হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী । তবে আহত হলেও তারা পরীক্ষায় অংশগহণ করেছে। সোমবার সকাল ৯ টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহনের উদ্যোশে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাতা আক্তার, সোহেল আহমেদ, নাসরিন খাতুন, শোভা খাতুন, মায়াবী আক্তার, শিখা খাতুন, রিতা খাতুন, সুমাইয়া খাতুন, সালমান হোসেন, শাকিল আহমেদ ও রাজু আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরিক্ষায় অংশ নেয়ার উদ্যোশে নিজ গ্রাম থেকে শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমন যোগে গাংনীতে যাচ্ছিল। পথিমধ্যে মালসাদহ গ্রামে পৌছালে অপরদিক থেকে আসা অপর একটি নছিমনের সাথে ধাক্কা লাগে। এতে ১৫ জন ছাত্রছাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা েিশষে পরীক্ষা কেন্দ্রে নেয়া হয়েছে। এদিকে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে অপর একটি দূর্ঘটনায় আরো ৩ পরীক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আফজাল হোসেন বলেন, আহত পরীক্ষার্থীদের কষ্ট হলেও তারা সকলেই পরীক্ষাই অংশ নিয়েছে।