বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ১০ বোতল ফেনসিডিলসহ এক জন আটক

By মেহেরপুর নিউজ

March 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া বাজারে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ নাজমুল হক নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্পের সদস্যরা। আটক নাজমুল হক গাংনী উপজেলার নওপাড়া গ্রামের সিদ্দীক আলীর ছেলে। আজ রোববার বিকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্পের ডিএডি হেলালের নেতৃত্বে অভিযান চালিয়ে নওপাড়া বাজার থেকে নাজমুলকে আটক করেন। ডিএডি হেলাল জানান, আটক নাজমুলকে জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।