বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ১’শ৬৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

By মেহেরপুর নিউজ

January 05, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীবাসস্ট্যান্ড ও করমদীগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৬৫ বোতল উদ্ধার করে গাংনী র‌্যাব ক্যাম্পের সদস্যরা।  এসময় ফেন্সিডিল বহনকারী দু’ মহিলা মাদক ব্যবসায়িসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হচ্ছে,যশোর কোতয়ালী থানার শংকরপুর গ্রামের লিটনের স্ত্রী শান্তা (২০), ঢাকার গোদারাঘাটের আব্দুর রহমানের স্ত্রী তাসলিমা (৩০) ও মেহেরপুরের গাংনী উপজেলার গরীবপুর গ্রামের আব্দুর রশীদ (৪৫)। আটককৃতদেরকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব- ৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি গোলাম রব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় ঢাকাগামী যাত্রীবাহি শ্যামলী পরিবহনে ( ঢাকা মেট্রো ব- ১৪-০৭৯০)  ফেন্সিডিল পাচার হচ্ছে।  এ সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে বামন্দি বাসস্ট্যান্ডে শ্যমলি পরিবহনে তল­াশী চালিয়ে ৬৫ বোতল ফেন্সিডিলসহ শান্তা ও তাসলিমাকে  আটক করি। অপরদিকে, আজ শনিবার সকাল ৮ টার দিকে গাংনীর করমদি বাজার থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ গরীবপুর গ্রামের আব্দুর রশিদকে আটক করা হয়। আটককৃতদেরকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।